রবিবার, ১৪ই ডিসেম্বর ২০২৫, ২৯শে অগ্রহায়ণ ১৪৩২

Shomoy News

Sopno


টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত, কারা থাকছেন?


প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২৫ ১৬:০৬

আপডেট:
১৪ ডিসেম্বর ২০২৫ ০৫:২৭

ফাইল ছবি

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হতে যাওয়া এই মেগা টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়েছে বেশ কিছু দিন আগেই। যেখানে প্রতিযোগী ২০ দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে।

বিশ্বকাপের কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি টাইগারদের প্রতিদ্বন্দ্বী নেপাল ও ইতালি। বিশ্বকাপের আগে বাংলাদেশ দল নিজেদের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ গতকালই খেলে ফেলেছে। বছরের শেষ সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতে নিয়েছে সিরিজ টাইগাররা।

নির্বাচক-অধিনায়কদের চোখে বিশ্বকাপ স্কোয়াডেরও একটা রূপরেখা চূড়ান্ত হয়ে গেছে। গতকাল সিরিজ জয়ের পর অধিনায়ক লিটন দাস বলছিলেন, ‘এই সিরিজের আগেই বিশ্বকাপের দল গোছানো হয়ে গেছে। এশিয়া কাপ থেকেই দল প্রস্তুত ছিল। এই খেলোয়াড়রাই টানা খেলছে। এখন খেলোয়াড়রা বিপিএলে খেলবে। তারা যেখানেই খেলুক জাতীয় দলে এসে বিশ্বকাপে ভালো করলেই আমি খুশি।’

এই সিরিজের আগেই বিশ্বকাপের দল গোছানো হয়ে গেছে। এশিয়া কাপ থেকেই দল প্রস্তুত ছিল। এই খেলোয়াড়রাই টানা খেলছে। এখন খেলোয়াড়রা বিপিএলে খেলবে। তারা যেখানেই খেলুক জাতীয় দলে এসে বিশ্বকাপে ভালো করলেই আমি খুশি

সে ক্ষেত্রে কেমন হতে পারে বিশ্বকাপের দলটপ অর্ডার, মিডল অর্ডার প্রায় নিশ্চিততানজিদ তামিম, পারভেজ ইমন এবং সাইফ হাসানরা থাকবেন ব্যাটিংয়ের শুরুতে। এরপর দেখা যেতে পারে লিটন, তাওহীদ হৃদয়, জাকের আলিদের।

আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের দলে ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। বিশ্বকাপের পরিকল্পনাতেও থাকতে পারেন তরুণ এই ব্যাটার। আইরিশদের বিপক্ষে প্রথম দুই ম্যাচের স্কোয়াডে না থাকলেও বিশ্বকাপের বিবেচনায় থাকতে পারেন মারকুটে ব্যাটার শামীম পাটোয়ারী। এ ছাড়া অলরাউন্ডার সাইফউদ্দিন আহমেদও নির্বাচকদের ভাবনায় আছেন।

স্পিন আক্রমণে থাকবেন রিশাদ, নাসুম এবং শেখ মেহেদীরা। আর পেস ইউনিটে মুস্তাফিজ, তানজিম সাকিব ও তাসকিনরা নেতৃত্ব দেবেন। দুয়েকটা পজিশনে যদি বিপিএলে কোনো ক্রিকেটার অতিমানবীয় পারফর্ম করেন তবেই নতুন করে বিশ্বকাপ দলে প্রবেশ করতে পারেন তিনি।

যেমন হতে পারে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান/মাহিদুল ইসলাম অঙ্কন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম/সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top