শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন ইমরান খান


প্রকাশিত:
১২ আগস্ট ২০২১ ১৫:৪৪

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৩:৪৬

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ফাইল ছবি

ক্রিকেটার থেকে রাজনীতিবিদের খাতায় নাম লেখানো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলিউডে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। আর এই প্রস্তাব তাকে দিয়েছিলেন বলিউডের এক সময়ের জনপ্রিয় তারকা, পরিচালক দেব আনন্দ।

অনেক আগে ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান নিজেই জানিয়েছিলেন এই খবর।

সাক্ষাৎকারে ইমরান খান বলেন, বললে বিশ্বাস করবেন না, কিন্তু বলিউডের এক বিখ্যাত অভিনেতা তার ছবিতে অভিনয়ের জন্য আমাকে প্রস্তাব দিয়েছিলেন। এমনকি আমাকে অনুরোধ করতে তিনি ইংল্যান্ড পর্যন্ত গিয়েছিলেন। কিন্তু আমি আসলে এ ব্যাপারে দ্বিধাগ্রস্ত ছিলাম।

কে তাকে প্রস্তাব দিয়েছিল জানতে চাইলে তিনি দেব আনন্দের নাম বলেন।

তিনি বলেন, আমার জন্য এই প্রস্তাব অবাক করার মতো ছিল। কারণ আমি ক্রিকেটার মানে এই না যে আমি অভিনেতাও হতে পারব।

দেব আনন্দের আত্মজীবনীতেও অবশ্য ইমরান খানকে অভিনয়ের প্রস্তাব দেওয়ার ঘটনা উল্লেখ আছে। সেখানে দেব আনন্দ বলেছেন, পাকিস্তানের এক ক্রিকেটার তার আওয়াল নাম্বার সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

মূলত ভারতীয় ক্রিকেট দলের বারবার হারের কাহিনী নিয়ে তৈরি হয়েছিল সিনেমাটি। সেখানে ক্রিকেটারের চরিত্রেই অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন ইমরান খানকে।

১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত ওই সিনেমায় পরে ইমরান খানের ফিরিয়ে দেওয়া চরিত্রটি করেছিলেন আদিত্য পাঞ্চোলি। এছাড়া ওই সিনেমায় অভিনয় করেছিলেন আমির খান।


সম্পর্কিত বিষয়:

ইমরান খান

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top