শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


পিএসএলে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড


প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২২ ২১:৩৫

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৩:৪৬

 ছবি : সংগৃহীত

ইনিংসের শুরুর ২.৩ ওভারের ভেতরেই সাজঘরে তিন ব্যাটার। স্কোরবোর্ডে তখন মোটে ১২ রান। সেখান থেকে পরের ১৭.৩ ওভারে আরও ১৮৫ যোগ করে লাহোর কালান্দার্স। যার মূল কারিগর ইংল্যান্ডের ২২ বছর বয়সী তরুণ ব্যাটার হ্যারি ব্রুক।

শনিবার রাতে পাকিস্তান সুপার লিগের ম্যাচে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে ব্রুকের রেকর্ডগড়া সেঞ্চুরিতেই ১৯৭ রানের বিশাল সংগ্রহ পায় লাহোর। জবাবে ইসলামাবাদ ইউনাইটেড ৯ উইকেট হারিয়ে করতে পেরেছে ১৩১ রান। ফলে ৬৬ রানের বড় জয়ে একপ্রকার নিশ্চিত হয়ে গেছে লাহোরের শীর্ষ দুইয়ে থাকা।

মাত্র ১২ রানে ৩ উইকেট পতনের পর ফাখর জামানের সঙ্গে চতুর্থ উইকেটে ১০১ রান যোগ করেন ব্রুক। দুজনের ১০.৩ ওভারের জুটিতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের দায়িত্বটা নেন ব্রুক। অন্যপাশে উইকেট বাঁচিয়ে খেলতে থাকেন বাঁহাতি ওপেনার ফাখর।

ইনিংসের ১৩তম ওভারে আউট হওয়ার আগে ৪ চার ও ১ ছয়ের মারে ৪১ বলে ৫১ রান করেন পাকিস্তানি ওপেনার। অন্যদিকে মাত্র ২৭ বলে ফিফটি করার পর, সেঞ্চুরি পেতে মোট ৪৮ বল খরচ করেন ব্রুক। শেষ পর্যন্ত ১০ চার ও ৫ ছয়ের মারে ৪৯ বলে ১০২ রানে অপরাজিত থাকেন তিনি।


সম্পর্কিত বিষয়:

পাকিস্তান লাহোর

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top