শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


২০১৩ সালের পর হ্যাটট্রিকখরা কাটল ম্যানইউর


প্রকাশিত:
২৫ জুন ২০২০ ১৮:২০

আপডেট:
২৫ জুন ২০২০ ১৮:২৩

গোলোৎসব উদযাপন করছেন অ্যান্থনি মার্শিয়াল। ছবি সংগৃহীত।

দীর্ঘ সাত বছর পর ইংল্যান্ডের ক্লাব ম্যানইউর হ্যাটট্রিকখরা কাটালেন ফ্রেঞ্চ স্ট্রাইকার অ্যান্থনি মার্শিয়াল।

২০১৩ সালের পর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কোনো খেলোয়াড় হ্যাটট্রিক করলেন।

বুধবার রাতে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন মার্শিয়াল। তার এই কীর্তিতে অনেক দিন পর ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সির সেই স্মৃতি ফের সমর্থকদের চোখে ভাসল।

বুধবার ঘরের মাঠে মার্শিয়ালের হ্যাটট্রিকের সুবাদেই ৩-০ গোলের জয় পেয়েছে ওলে গানার সুলশারের দল।

এ জয়ে লিগের শীর্ষ চারে থাকার সম্ভাবনাও টিকে রইল ইংল্যান্ডের ঐতিহ্যবাহী দলটির।

সতীর্থের সঙ্গে গোলোৎসব উদযাপন করছেন মার্শিয়াল।

ম্যাচের সপ্তম মিনিটেই গোলের খাতা খুলেন মার্শিয়াল। মার্কাস রাশফোর্ডের দারুণ এক পাসকে শেফিল্ডের জালে বল জড়িয়ে দেন তিনি।

প্রথমার্ধে বিরতির ঠিক আগে আবার আঘাত হানেন মার্শিয়াল। এবার অ্যারন ওয়ান বিসাকার নিচু করে পাঠানো ক্রসকে গোলে পরিণত করেন মার্শিয়াল।

২-০ তে পিছিয়ে থাকা মধ্যম সারির দল শেফিল্ড আরও ব্যাকফুটে চলে যায়।

সমতায় তো ফেরা দূরের কথা ফের মার্শিয়াল ঝড়ে বিধ্বস্ত হয় তারা।

৭৪ মিনিটে রাশফোর্ডের সঙ্গে বলের আদান-প্রদান করে শেফিল্ডের রক্ষণভাগকে ভেঙে চুরমার করে হ্যাটট্রিক পূরণ করেন মার্শিয়াল।

এ জয়ে লিগের ৩১ ম্যাচ শেষে ম্যানইউর পয়েন্ট ৪৯, তাদের অবস্থান ৫ম। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শেফিল্ডের অবস্থান অষ্টম।

রেকর্ড বলছে, সবশেষ ২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে রবিন ফন পার্সি ম্যানইউর পক্ষে হ্যাটট্রিকটি করেছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top