শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


কুমারীত্ব প্রমাণে ব্যর্থ, নববধূকে ১০ লক্ষ টাকা জরিমানা!


প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২২ ০৪:৫৭

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৪:০১

 ছবি : সংগৃহীত

নববধূ কুমারীত্ব প্রমাণে ব্যর্থ হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন তাকে ত্যাগ করেছেন। শুধু তাই নয় ,এ ঘটনার বিচার চাইতে পঞ্চায়েতে চলেছে বিচারপর্ব। পঞ্চায়েতের বিচারে মেয়েটি এবং তার পরিবারকে ১০ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে।

সম্প্রতি ভারতের রাজস্থানের ভিলওয়ারা জেলায় এ ঘটনা ঘটেছে। খবর- সংবাদমাধ্যম আনন্দবাজার

প্রতিবেদনে বলা হয়, নতুন বউয়ের পরিবারের পক্ষ থেকে টাকা না পেয়ে তাদের উপর হেনস্থা শুরু করে ছেলের বাড়ির লোকজন। জামাই ও তার পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে মেয়েটির পরিবার।

থানার ইনচার্জ আইয়ুব খান এ বিষয়ে জানান, ভিলওয়ারা শহরের বাসিন্দা ২৪ বছর বয়সি মেয়েটির বিয়ে হয়েছিল গত ১১ মে। বিয়ের পর রাজেস্থানের বিশেষ একটি সম্প্রদায়ের ‘কুকড়ি’ রীতি মেনে তার কুমারীত্ব পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষায় পাশ করতে পারেননি বধূ। আর তা নিয়েই বাঁধে যত গোলমাল। পুলিশ এ বিষয় তদন্ত শুরু করেছে।

রাজেস্থানের এক বিশেষ সম্প্রদায়ের মধ্যে কুকড়ি প্রথার প্রচলন আছে। এই প্রথায় বিয়ের প্রথম রাতে স্বামীর সঙ্গে শারীরিক মিলনের পর সাদা চাদরের উপর যদি মেয়েটির রক্তের দাগ লাগে, তবেই তার সতীত্বের প্রমাণ মিলবে। আর শুধু তা-ই নয়, সেই চাদরটি সমাজের আর পাঁচ জনের সামনেও প্রদর্শন করা হয়। কুমারীত্বের প্রমাণ না দিতে পারলে মেয়েটিকে প্রত্যাখ্যান করা হয়। না হলে মেয়েটির বাড়ির লোকেদের কাছ থেকে আরো বেশি যৌতুক আদায় করা হয়।

পুলিশি জেরায় জানা গিয়েছে, বিয়ের আগে পাড়ার এক যুবক মেয়েটিকে ধর্ষণ করেছিল। বিষয়টি জানতে পেরে স্বামী ও শাশুড়ি তাকে মারধরও করেন। এরপর শ্বশুরবাড়ির পক্ষ থেকে বাগোরের ভাদু মাতা মন্দিরে সমিতির পঞ্চায়েত ডাকা হয়।

১৮ মে পঞ্চায়েতে সভায় মেয়েটির পরিবারের সদস্যরা জানান যে, মেয়েটিকে যে ধর্ষণ করা হয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই সুভাষনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ৩১ মে আবার বসে পঞ্চায়েত সভা। সে দিন কুকড়ি প্রথার নামে মেয়েটিকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়।


সম্পর্কিত বিষয়:

বিচার

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top