বুধবার, ২১শে মে ২০২৫, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২

Shomoy News

Sopno


গাজায় বর্বরতার জেরে ইসরায়েলে সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য আলোচনা স্থগিত


প্রকাশিত:
২০ মে ২০২৫ ২০:৩৮

আপডেট:
২১ মে ২০২৫ ০১:০১

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে আবারও বর্বরতা শুরু করায় দখলদার ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। আজ মঙ্গলবার (২০ মে) এ ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি।

দখলদারদের সঙ্গে যুক্তরাজ্যের মুক্ত বাণিজ্যের আলোচনা চলছিল। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দেশটির পার্লামেন্টে বলেছেন, “আমরা ইসরায়েলি সরকারের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছি। ২০৩০ সালের দ্বিপাক্ষিক রোডম্যাপ অনুযায়ী ইসরায়েলের সঙ্গে যে সহযোগিতার বিষয়টি রয়েছে সেটি আমরা পর্যালোচনা করব। নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ড এই পর্যালোচনা প্রয়োজনীয় করে তুলেছে।”

তিনি পার্লামেন্টে আরও বলেন, ইসরায়েল গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে। অপরদিকে নেতানিয়াহু বলেছেন গাজার মানুষ যেন শুধু খেতে পারেন শুধুমাত্র এতটুকু খাবার তারা সেখানে পৌঁছাতে দেবেন। গতকাল গাজায় ১০টিরও কম ট্রাক ত্রাণ প্রবেশ করেছে। গাজার পরিস্থিতি ‘অসহনীয় এবং ‘জঘন্য’।

এছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত দখলদার ইসরায়েলের দূত তিজপি হোটেভলিকে তলব করার ঘোষণাও দিয়েছেন ব্রিটিশ মন্ত্রী। তিনি বলেছেন তাদের মধ্যপ্রাচ্যবিষয়ক মন্ত্রী হামিস ফেলকোনার ইসরায়েলি দূতকে বলবেন, গাজায় ১১ সপ্তাহ যে অবরোধ আরোপ করে রাখা হয়েছে এটি নিষ্ঠুর এবং সমর্থনযোগ্য নয়।

এছাড়া পশ্চিমতীরের কয়েকজন অবৈধ বসতিস্থাপনকারী ও দলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। এরমধ্যে অন্যতম হলেন কুখ্যাত সেটেলার জোহার সাবাহ। এই দখলদার ফিলিস্তিনিদের জমি দখল ও ভয়ভীতি দেখাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। গত নভেম্বরে তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্রও।

এই দখলদারের পাশাপাশি ড্যানিয়েলা উইস নামে আরেক দখলদারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। তিনি দীর্ঘদিন ধরে পশ্চিমতীরে আরও অবৈধ বসতি স্থাপনের চেষ্টা চালাচ্ছেন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দেওয়া তার বক্তব্যে বলেছেন, “বিশ্ব সবকিছু বিচার করছে এবং ইতিহাস ইসরায়েলের বিচার করবে।” তিনি বলেন, “ত্রাণ আটকে রাখা, যুদ্ধের পরিধি বাড়ানো, (ইসরায়েলের) বন্ধুদের কথাকে পাত্তা না দেওয়া— এগুলো সমর্থনযোগ্য নয়। দ্বিরাষ্ট্র নীতি চিরস্থায়ী শান্তির একমাত্র উপায়।” তিনি ইসরায়েলিদের উদ্দেশ্যে বলেন, “গাজায় আপনাদের সরকারের কর্মকাণ্ড আমাদের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ করছে। বিশ্বব্যাপী ইসরায়েলের ইমেজ নষ্ট করছে। ইসরায়েলকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। আমাদের প্রচেষ্টা সত্ত্বেও ইসরায়েলি সরকারের জঘন্য কর্মকাণ্ড এবং বাগাড়ম্বর অব্যাহত রয়েছে। যা সবকিছু নষ্ট করছে।”

সূত্র: বিবিসি


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top