ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন মেদভেদেভ
প্রকাশিত:
২৮ মে ২০২৫ ১৭:৫৭
আপডেট:
৩০ মে ২০২৫ ০৪:২৭

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়েছেন সাবেক রুশ রাষ্ট্রপ্রধান এবং বর্তমানে রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় মেদভেদেভ বলেন, “ট্রাম্প সম্প্রতি বলেছেন যে পুতিন ‘আগুন নিয়ে খেলছেন’ এবং অদূর ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে ‘সত্যিই খারাপ কিছু’ ঘটতে যাচ্ছে। আমি শুধু একটা ব্যাপারকেই ‘সত্যিকার অর্থে খারাপ’ বলে মনে করি; আর তা হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। আমি আশা করি ট্রাম্প আমার কথা বুঝতে পেরেছেন।”
পুতিনের স্নেহধন্য ও একান্ত ঘনিষ্ঠ দিমিত্রি মেদভেদেভ ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট এবং ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। মূলত পুতিনের চাওয়ার কারণেই রাষ্ট্রের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদে এসেছিলেন তিনি।
২০২৪ সালের নভেম্বরে প্রেসিডেন্টের নির্বাচনে জয়ের পর ট্রাম্প বলেছিলেন, ক্ষমতা গ্রহনের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানকে অগ্রাধিকার দেবেন তিনি। গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর সত্যিই এ ইস্যুতে তৎপর হন ট্রাম্প।
মূলত ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের যৌথ প্রচেষ্টা ও মধ্যস্থতায় সম্প্রতি আঙ্কারায় সংলাপে বসেছিলেন রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা; কিন্তু সেই সংলাপ চলার মধ্যেই গত সপ্তাহের মঙ্গল ও বুধবার মস্কোসহ রাশিয়ার বিভিন্ন শহরকে লক্ষ্য করে হাজারেরও বেশি ড্রোন নিক্ষেপ করে ইউক্রেনীয় বাহিনী।
জবাবে গত শনিবার ও রোববার পাল্টা ড্রোন হামলা চালায় রাশিয়াও। এতে ইউক্রেনে নিহত হন ১৩ জন।
রাশিয়ার এই পাল্টা হামলার পর পুতিনের কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, “পুতিন পুরো পাগল হয়ে গেছেন এবং যে ব্যাপারটি তিনি বুঝতে পারছেন না, তা হলো আমি যদি না থাকতাম, তাহলে রাশিয়ার সঙ্গে সত্যিকার অর্থেই খারাপ অনেক কিছু ঘটত…আমি আবার বলছি, সত্যিকার অর্থেই খারাপ। পুতিন আগুন নিয়ে খেলছেন।”
ট্রাম্পের এই বক্তব্যের দুই দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতিক্রিয়া জানালেন মেদভেদেভ।
সূত্র : এনডিটিভি অনলাইন
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: