মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু করছে দুবাই


প্রকাশিত:
৫ আগস্ট ২০২৫ ১৫:৩২

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ২১:২৯

ছবি ‍সংগৃহিত

বিশ্বের প্রথম শহর হিসেবে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের অন্যতম এমিরেত (রাজ্য) দুবাইয়ে। সব ঠিক থাকলে আগামী ২০২৬ সালের শুরু থেকেই চালু হবে এই পরিষেবা।

দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ) দপ্তরের শীর্ষ নির্বাহী আহমেদ হাশিম বাহরোজিয়ান আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজকে জানিয়েছেন এ তথ্য।

গালফ নিউজকে বাহরোজিয়ান বলেন, “আমাদের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়েছে। আশা করছি ২০২৬ সালের জানুয়ারিতে দুবাইয়ে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু করতে পারব। বিশ্বের প্রথম শহর হিসেবে এই পরিষেবা চালু হবে দুবাইয়ে।”

তিনি জানান, নাগরিক যানবাহনের ক্ষেত্রে রীতিমতো বিপ্লব সৃষ্টিকারী উড়ন্ত ট্যাক্সির প্রকৃত নাম ইলেকট্রিক ভার্টিক্যাল টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং এয়ারক্রাফট (ইভিটিওএল); তবে সাধারণভাবে এটি এয়ার বা উড়ন্ত ট্যাক্সি নামেই পরিচিতি পেয়েছে।

“যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান পরিষেবা সংস্থা জোবি এভিয়েশনের সঙ্গে ২০২৪ সালে আমাদের একটি চুক্তি হয়েছিল। সেখানে আমরা উড়ন্ত ট্যাক্সি তৈরি করে দেওয়ার জন্য জোবি এভিয়েশনকে ২০৩০ সাল পর্যন্ত সময় দিয়েছিলাম। এই সময়সীমার অনেক আগেই জোবি এভিয়েশন এই ট্যাক্সি তৈরি করে ফেলেছে”, বলেন বাহরোজিয়ান।

জোবি এভিয়েশনের তৈরি এসব উড়ন্ত ট্যাক্সি তৈরি করেছে, সেগুলো পুরোপুরি বৈদ্যুতিক। একবারের চার্জে ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিতে ২০০ কিলোমিটারের বেশি দূরের গন্তব্যে পাড়ি দিতে পারে। প্রতিটি ট্যাক্সি সর্বোচ্চ চার জন যাত্রী, একজন পাইলট এবং একটি লাগেজ নিয়ে ওড়ার সক্ষমতা রাখে।

এই ট্যাক্সিতে মোট ৬টি প্রপেলার থাকে এবং হেলিকপ্টারের আদলে উড্ডয়ন-অবতরণ করলেও হেলিকপ্টারের চেয়ে ১০০ গুণ কম শব্দ উৎপাদন করে বলে জানিয়েছেন বাহরোজিয়ান।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top