বৃহঃস্পতিবার, ৭ই আগস্ট ২০২৫, ২৩শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


‘উপযুক্ত পরিবেশে’ জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে রাজি পুতিন


প্রকাশিত:
৭ আগস্ট ২০২৫ ১৯:০৯

আপডেট:
৭ আগস্ট ২০২৫ ২২:০৭

ছবি সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে তার কোনো আপত্তি নেই, তবে এজন্য ‘উপযুক্ত পরিবেশ’ গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, ‘আমি আগেও বলেছি, এমন বৈঠকে আমার আপত্তি নেই। এটা সম্ভব। তবে এজন্য কিছু শর্ত তৈরি করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে, সেই পরিবেশ এখনও তৈরি হয়নি।’

ক্রেমলিন বহুবার জানিয়েছে, পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি বৈঠকের জন্য রাশিয়া প্রস্তুত। তবে এজন্য বিপুল পরিমাণ প্রস্তুতিমূলক কাজ করতে হবে। বিপরীতে, কিয়েভ এমন একটি বৈঠকের দাবি জানাচ্ছে যার কোনও সুস্পষ্ট এজেন্ডা নেই বলে অভিযোগ করেছে মস্কো।

এ বিষয়ে ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানান, যুক্তরাষ্ট্র একটি ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনার কথা তুলেছে—যেখানে পুতিন, জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন। তবে মস্কো এই প্রস্তাব নিয়ে কোনো মন্তব্য না করে দ্বিপাক্ষিক রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকের ওপর জোর দিয়েছে।

উশাকভ আরও জানান, পুতিন ও ট্রাম্পের মধ্যে বৈঠক আসন্ন দিনগুলোতেই অনুষ্ঠিত হবে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধানে এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে প্রকৃত আলোচনা শুরু করতে হলে দুই দেশের মধ্যে আস্থা ও পারস্পরিক স্বীকৃত কাঠামো তৈরি করাটাই বড় চ্যালেঞ্জ।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top