আরব ও ইসরাইলের সাথে সম্পর্ক উন্নয়নে তোড়জোড় তুরস্কের
প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২২ ২৩:১৪
আপডেট:
৩ মে ২০২৫ ০১:৩০

হঠাৎ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরাইলের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী হয়ে উঠেছে তুরস্ক। যা কিছুদিন আগেও ছিল কল্পনাতীত। বুধবার ১৯ জানুয়ারি, তুরস্কের প্রেডিন্টে রিসেপ তাইয়েপ এরদোগান জানান, শিগগিরই তার দেশ সফর করবেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। ফিলিস্তিনের দখলদার ইসরাইলী প্রেসিডেন্টের সাথে ফোনালাপের পর একথা জানান তিনি। তুরস্কের ওপর দিয়ে দখলদার ইসরাইল থেকে ইউরোপে গ্যাস পাইপ লাইন নির্মাণেরও প্রস্তাব দেন এরদোগান।
এদিকে সোমবার ১৭ জানুয়ারি, সামাজিক যোগাযোগের মাধ্যমে দেয়া এক পোস্টে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, "তারা (সৌদি আরব) ফেব্রুয়ারি মাসে আমার সফর প্রত্যাশা করছেন এবং একটি প্রতিশ্রুতি দিয়েছেন। ফেব্রুয়ারি মাসে আমি সৌদি আরব সফর করব।"
উল্লেখ্য; সৌদি সাংবাদিক, কলামিস্ট এবং সৌদি রাজবংশের সমালোচক জামাল খাসোগি হত্যাকান্ডের ঘটনায়, পাল্টা ব্যবস্থা হিসেবে তুরস্ক থেকে পণ্য আমদানি বন্ধ করে দেয় সৌদি আরব। এখন সৌদি আরবই আমন্ত্রণ জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্টকে।
অন্যদিকে, আবুধাবিতে ইয়েমেনিদের সাম্প্রতিক হামলাকে সন্ত্রাসী বলে অভিহিত করে আমিরাতের প্রতি সংহতি দেখান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগ্লু।
তুরস্কের এসব পদক্ষেপে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মেরুকরণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
সম্পর্কিত বিষয়:
আরব ও ইসরাইলের সাথে সম্পর্ক সম্পর্ক উন্নয়নে তোড়জোড় তুরস্কের তুরস্কের প্রেডিন্টে রিসেপ তাইয়েপ এরদোগান
আপনার মূল্যবান মতামত দিন: