আরও ৪ মামলায় গ্রেফতার সালমান এফ রহমান
প্রকাশিত:
২৮ আগস্ট ২০২৫ ১৬:০৭
আপডেট:
২৮ আগস্ট ২০২৫ ২০:৪৭

ব্যাংকিং খাতে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক চার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) তাকে কারাগার থেকে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়ার আদালতে হাজির করে পুলিশ।
এরপর এসব মামলায় তাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করে মামলার তদন্ত সংস্থা দুদক। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে গ্রেপ্তার দেখান। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। চলতি বছর সালমান এফ রহমানের বিরুদ্ধে এসব মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।
এর মধ্যে ভুয়া কোম্পানির নামে ৪৯৬ কোটি টাকা অবৈধ ঋণ নেওয়ার অভিযোগে একটি, প্রায় ৩৪ কোটি টাকা অর্থ আত্মসাৎ ও ৭৬ কোটি ৩৯ লাখ টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করে দুদক। এছাড়া ভুয়া কোম্পানির নামে ৬১৮ কোটি টাকা ব্যাংক ঋণ এবং নামমাত্র কোম্পানির নামে ১৪৬ কোটি ৮২ লাখ টাকা ঋণ ও প্রায় ১১৩ কোটি ৪১ লাখ টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে তার বিরুদ্ধে আরও দুটি মামলা করে সংস্থাটি।
গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও গ্রেপ্তার করা হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীতে দায়ের করা একাধিক মামলায় তাকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হয়।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: