সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


কিডনির সমস্যা হয়েছে কিনা বুঝুন ৩ লক্ষণে


প্রকাশিত:
১৮ আগস্ট ২০২৫ ১৮:৪১

আপডেট:
১৮ আগস্ট ২০২৫ ২২:০৬

ছবি ‍সংগৃহিত

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। কিন্তু কিডনিতে সংক্রমণ হলে সেটি দেরিতে ধরা পড়ে। কারণ কিডনি রোগের শুরুতে এর বিশেষ কোনো লক্ষণ দেখা যায় না। অনেক পরে এই রোগ ধরা পড়ে। ততক্ষণে ৮০ শতাংশ ক্ষতি হয়ে যায়।

কিডনি রোগ নারী-পুরুষ উভয়ের জন্যই ঝুঁকির। আগে থেকে আঁচ করতে না পারলে এই রোগের কারণে জীবনহানিও হতে পারে। কোন লক্ষণগুলো দেখে বুঝবেন কিডনি ভালো নেই? চলুন জেনে নিই বিস্তারিত-

সবসময় ক্লান্তি

কিডনি সমস্যার অন্যতম লক্ষণ হলো কর্মক্ষমতা হারিয়ে ফেলা। কিডনির মূল কাজ রক্ত পরিশুদ্ধ করা। তাই কিডনি ঠিকমতো কাজ না করলে, রক্তে বিষাক্ত ও অপ্রয়োজনীয় উপাদান বাড়তে থাকে। এই উপাদানগুলোর কারণেই শরীর তার কর্মক্ষমতা হারায়। শরীরে ক্লান্তি ভাব আসে।

ঘুম না আসা

অনিদ্রার কারণ কেবল উদ্বেগ বা অবসাদ নয়। কিডনি ঠিকঠাক কাজ না করলে মূত্রের মাধ্যমে বর্জ্য পদার্থ দেহের বাইরে নির্গত হতে পারে না। ফলে সহজে ঘুম আসতে চায় না। বিশেষজ্ঞদের মতে, কিডনির সমস্যায় আক্রান্ত মানুষদের অনিদ্রার সমস্যা সবচেয়ে বেশি হয়।

মূত্রের সমস্যা

বার বার প্রস্রাবের বেগ আসা মানেই যে ডায়াবেটিস এমনটা নয়। কিডনির সমস্যার কারণেও এমনটা হতে পারে। বিশেষত রাতে স্বাভাবিকের তুলনায় বেশি মূত্রত্যাগ করলে সতর্ক থাকা প্রয়োজন। মূত্রের সঙ্গে রক্তপাত হওয়াও কিডনির সমস্যার লক্ষণ।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top