মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


জলাবদ্ধতা থেকে সড়ক বাঁচাতে হবে : চসিক মেয়র


প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৯:১৩

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ১০:১০

ছবি সংগৃহিত

সড়ক নির্মাণের ক্ষেত্রে জলাবদ্ধতা থেকে সড়ক রক্ষার বিষয়ে সতর্ক থাকতে বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো রেজাউল করিম চৌধুরী।

সোমবার (২৫ সেপ্টেম্বর) ৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে হালিশহর এসি মসজিদ থেকে ওয়াপদা রোডে সড়ক নির্মাণের কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

চসিক মেয়র বলেন, বিটুমিনের প্রধান শত্রু পানি। পানি জমে থাকলে বিটুমিন ক্ষয় হয়ে রাস্তা নষ্ট হয়। এজন্য সড়ক নির্মাণের ক্ষেত্রে পানি যাতে কোনোভাবেই না জমে থাকে পরিকল্পনা ও বাস্তবায়নে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

এরপর মেয়র রেজাউল করিম কাউন্সিলর নুরুল আমিনকে সঙ্গে নিয়ে সরাইপাড়া এলাকায় চলমান প্রকল্পগুলো পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, কাউন্সিলর হুরে আরা বিউটি, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন, আনোয়ার জাহান ও আশিকুল ইসলাম।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top