‘আগামী নির্বাচন নিয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ মিথ্যা তথ্য ছড়াতে পারে’
প্রকাশিত:
২৮ জুন ২০২৫ ১৬:৩৫
আপডেট:
৭ আগস্ট ২০২৫ ০৮:৪১

আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ মিথ্যা তথ্য ছড়ানো হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহম্মদ তৈয়্যব।দল থেকে শুরু করে প্রার্থী পর্যায়েও এই মিথ্যা তথ্য ছড়ানো হতে পারে বলেও জানান তিনি।
শনিবার (২৮ জুন) দুপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
আলোচনায় ফয়েজ আহম্মদ বলেন, বানোয়াট ও চাঞ্চল্যকর তথ্য মানুষ বেশি পছন্দ করে, তাই অনেক গণমাধ্যম আর্থিকভাবে লাভবান হবার জন্য ইচ্ছাকৃতভাবে বানোয়াট তথ্য ছড়ায়। ৫ আগষ্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের উপস্থিতি অনেকটাই বেড়েছে। যার বিপরীতে সামাজিক মাধ্যমে বিএনপির উপস্থিতি প্রায় অর্ধেক বলেও দাবি করেন তিনি।
অপতথ্য রোধ করতে রাজনৈতিক দলের তথ্য ও প্রযুক্তি বিভাগে কর্মীদেরও প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা উচিত বলে মত দেন তিনি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: