বৃহঃস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫, ১৩ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


উপদেষ্টা হতে ২০০ কোটি দেওয়া সেই চিকিৎসকের বিরুদ্ধে দুদকের অভিযান


প্রকাশিত:
২৮ আগস্ট ২০২৫ ১৩:৪১

আপডেট:
২৮ আগস্ট ২০২৫ ২০:৪৭

ছবি ‍সংগৃহিত

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) সাবেক পরিচালক অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালাচ্ছে। অভিযোগ অনুযায়ী, স্বাস্থ্য উপদেষ্টা পদে আসার প্রলোভনে তিনি এক সমন্বয়ক গ্রুপকে ২০০ কোটি টাকার চেক এবং ১০ লাখ টাকা নগদ প্রদান করেছেন।

দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম জানান, বিশেষ দল বৃহস্পতিবার (২৮ আগস্ট) অভিযান পরিচালনা করছে। তারা ডা. মোস্তফার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং গুরুত্বপূর্ণ পদ পাওয়ার জন্য অসাধু প্রক্রিয়ায় ঘুষ দেওয়ার অভিযোগ খতিয়ে দেখছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে ডা. মোস্তফা স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার আশায় চেক এবং নগদ অর্থ সমন্বয়ক গ্রুপের কাছে দিয়েছেন। লেনদেনের সময় আরিফুল ইসলাম একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন। তিনি নিজেকে সমন্বয়ক আরেফিনের ভাই হিসেবে পরিচয় দেন এবং সরাসরি ডা. মোস্তফার চেম্বার থেকে চেকগুলো সংগ্রহ করেন। আরেফিন নিজে উপস্থিত না থাকলেও ফোনে যোগাযোগ করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফা গণমাধ্যমে দাবি করেছেন, সংশ্লিষ্টরা তাকে মিথ্যা প্রলোভন দেখিয়ে চেকগুলোতে স্বাক্ষর নিতে বাধ্য করেছে।

তিনি উল্লেখ করেন, এগুলো সিকিউরিটি চেক ছিল এবং চেক নেওয়ার সময় অফিসে এসেছিল সম্ভবত তাদের দুজনের হাতে অস্ত্র ছিল।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top