10275

05/05/2025 চট্টগ্রামে আরএনবির ৪ সদস্য বরখাস্ত

চট্টগ্রামে আরএনবির ৪ সদস্য বরখাস্ত

চট্টগ্রাম থেকে

২৬ আগস্ট ২০২২ ০৩:০৬

চারজন সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রামের রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে তাদের বরখাস্ত করা হয় বলে আরএনবির কর্মকর্তারা জানিয়েছে।

বরখাস্ত হওয়া চার সদস্য হলেন- সিপাহি মাইন হাসান রাকিব, লিটন চাকমা, হাবিলদার মো. রবিউল ইসলাম। অপরজনের নাম জানা যায়নি।

রেলওয়ে পূর্বাঞ্চলের আরএনবির কমান্ডেন্ট রেজওয়ানুর রহমান জানান, সম্প্রতি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে একটি বাহিনীর এক সদস্যের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে আরএনবির চার সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই বিষয়ে তদন্ত চলছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]