10349

04/30/2025 ৯ নিত্যপণ্যের দাম বেঁধে দেবে সরকার

৯ নিত্যপণ্যের দাম বেঁধে দেবে সরকার

ডেস্ক রিপোর্ট

৩১ আগস্ট ২০২২ ০১:৪৩

দ্রব্যমূল্যর বাজার স্বাভাবিক রাখতে ৯টি পণ্যের দাম বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (৩০ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

৯টি পণ্য হলো- চাল, আটা, ভোজ্যতেল, চিনি, মশুর ডাল, পেঁয়াজ, এমএস পণ্য বা রড এবং সিমেন্ট।

বাণিজ্যমন্ত্রী জানান, ট্যারিফ কমিশন আগামী ১৫ দিনের মধ্যে এসব পণ্যের যৌক্তিক মূল্য বের করবে। কেউ নির্ধারিত মূল্যের বেশি নিলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]