11573

05/04/2025 পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত

পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত

ক্রীড়া ডেস্ক

১৯ অক্টোবর ২০২২ ০২:২৩

পাকিস্তানে অনুষ্ঠেয় ২০২৩ সালে এশিয়া কাপে সফর করবে না ভারত। এ কারণে প্রশ্ন উঠেছে পাকিস্তানকে বাদ দিয়ে অন্য কোথাও টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কীনা। মুম্বাইয়ে এক জেনারেল মিটিংয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ, তিনি আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও (এসিসি) প্রেসিডেন্ট। জয় শাহ জানান, আগামী বছরের এশিয়া কাপ নিরপেক্ষ কোনো ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে।

সভায় জয় শাহ আরও জানান, ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে কোনো ধরনের ক্রিকেট খেলতে যাবে না। সুতরাং এশিয়া কাপ পাকিস্তান থেকে অন্য কোথাও সরে যেতে পারে। যদিও এ নিয়ে এসিসির সঙ্গে কোনো আলোচনা হয়নি। তাই চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

দুদেশের রাজনৈতিক বৈরিতার কারণে ভারত ২০০৬ সালের পর আর পাকিস্তান সফর করেনি। এছাড়া ২০১২ সালের পর দুদল কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি। চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটি শুধুমাত্র আইসিসি অথবা এসিসির কোনো টুর্নামেন্টেই মুখোমুখি হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]