11628

08/09/2025 ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসছে ভারত

ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসছে ভারত

ক্রীড়া ডেস্ক

২০ অক্টোবর ২০২২ ২৩:২৭

আগামী ১ ডিসেম্বর বাংলাদেশে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে আসছে ভারত ক্রিকেট দল। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর দেওয়া হয়েছে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৪, ৭ ও ১০ ডিসেম্বর বাংলাদেশ-ভারতের তিনটি ওয়ানডে খেলবে দুই দল। সফরের প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। খেলাটি শুরু হবে ১৪ ডিসেম্বর। সিরিজের শেষ টেস্ট খেলতে মিরপুরে ফিরবে দুই দল। ২২ ডিসেম্বর শুরু হবে শেষ টেস্ট।

বাংলাদেশ-ভারত সিরিজের ওয়ানডে ম্যাচগুলো আইসিসি সুপার লিগের অংশ নয়। তবে টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বিসিবি সভাপতি নাজমুল হাসান সংবাদ বিজ্ঞপ্তিতে বহুল প্রতীক্ষিত এ সিরিজের ব্যাপারে বলেছেন, ‘সম্প্রতি বাংলাদেশ-ভারত ম্যাচগুলো দারুণ লড়াইয়ের জন্ম দিয়েছে। দুই দেশের সমর্থকরাই এই স্মরণীয় সিরিজের জন্য মুখিয়ে আছে। আমি ভারতীয় ক্রিকেট বোর্ডকে বিসিবির সঙ্গে সিরিজের সূচি নির্ধারণ নিয়ে কাজ করার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমরা ভারতকে বাংলাদেশে স্বাগত জানানোর অপেক্ষায় আছি।‘

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]