13071

05/02/2025 বিএনপি নেতা রবিউল গ্রেপ্তার

বিএনপি নেতা রবিউল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর ২০২২ ২৩:০৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ ডিসেম্বর) রাতে কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপি রমনা বিভাগের (নিউমার্কেট জোনের) সিনিয়র সহকারী কমিশনার (এসি) শরীফ মো. ফারুকুজ্জামান বলেন, কলাবাগান এলাকা থেকে শেখ রবিউল আলম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কলাবাগান থানার একটি মামলায় বিএনপির এ নেতা ওয়ারেন্টভুক্ত আসামি।

আজ রিমান্ড আবেদন করে তাকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।

এর আগে সোমবার রাতে বিএনপির মিডয়া সেলের সদস্য শায়রুল কবির অভিযোগ করে বলেন, বিএনপি নেতা রবিউল আলমকে রাত ১১টায় নিউমার্কেট থানা পুলিশ তাকে বাসা থেকে আটক করে নিয়ে গেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]