13443

05/02/2025 ২৫ জানুয়ারি সারাদেশে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ

২৫ জানুয়ারি সারাদেশে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারী ২০২৩ ০১:৫৫

রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ পালনের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। আগামী ২৫ জানুয়ারি দলটির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হবে।

সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

গণতন্ত্র মঞ্চের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠা, সরকারের পদত্যাগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও ১৪ দফা দাবি বাস্তবায়নে আগামী ২৫ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]