13863

08/08/2025 খেলতে গিয়ে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

খেলতে গিয়ে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারী ২০২৩ ০২:০৪

রাজধানীর শ্যামপুর হাজী মসজিদ বাড়ি এলাকায় বাথরুমে রাখা বালতির পানিতে পড়ে আফিফা (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টার সময় সচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুর চাচা কবির হোসেন , নিহত শিশুর বাবা কারখানার শ্রমিক। তার মা অন্যের বাসা-বাড়িতে কাজ করেন। দুপুরে বাথরুমের দরজা খোলা থাকায় খেলতে গিয়ে বালতির পানিতে ডুবে শিশুটি অচেতন হয়ে পড়ে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]