18380

05/01/2025 রাজধানীতে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত

রাজধানীতে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই ২০২৩ ১৬:১৫

রাজধানীর রামপুরায় বেটার লাইফ হাসপাতালের বিপরীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলক গোমেজ (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। পুলক মার্টিন লুথার কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

রোববার (২৩ জুলাই) ভোর রাতের দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর দুলাভাই রনি জানান, পুলক ও তার বন্ধু হাসান রাতে বিরানী খাওয়ার জন্য পুরান ঢাকার নাজিরা বাজারে যায়। সেখান থেকে মোটরসাইকেলে করে নর্দার বাসায় ফেরার পথে রামপুরা এলাকায় দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে হাসান ও পুলক দুজনেই ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাদের প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত হাসান বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও জানান, বর্তমানে সে নর্দা এলাকায় থাকতো। তার বাড়ি গাজীপুরের কালিগঞ্জ থানার নাগরি এলাকায়। সে বিপিন গোমেজের ছেলে ছিল।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]