18722

05/04/2025 আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু

আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু

নিজস্ব প্রতিবেদক

৬ আগস্ট ২০২৩ ১৭:১২

আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু হয়েছে। এতে প্রায় তিন হাজার নেতা অংশ নিয়েছেন বলে জানা গেছে। আর সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

রোববার (৬ আগস্ট) সকাল ১০টা ৩৭মিনিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের বর্ধিত সভামঞ্চে আসেন দলের সভাপতি শেখ হাসিনা।

আ.লীগের বিশেষ বর্ধিত সভায় তৃণমূল নেতারা। এদিন সকাল ৯টা থেকে গণভবনে তৃণমূল নেতাকর্মীদের প্রবেশ করতে দেখা যায়।

বিশেষ এ বর্ধিত সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা, মহানগর ও উপজেলা, থানা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত রয়েছেন।

বিশেষ বর্ধিত সভা উপলক্ষ্যে ঢাকা মহানগরের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]