19980

05/02/2025 নজর কাড়লেন শাহরুখকন্যা

নজর কাড়লেন শাহরুখকন্যা

বিনোদন ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১২

পোশাকের কারণে একাধিকবার সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান কন্যা সুহানা খান। স্টারকিড হওয়ায় বরাবরই ভক্ত-অনুরাগীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। চাইলেও নিজেকে আড়ালে সরিয়ে রাখতে পারেননি। এবারও পারলেন না।

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি পরিবারের গণেশ চতুর্থীর অনুষ্ঠানে পরিবারসহ হাজির হয়েছিলেন শাহরুখ খান। যেখানে আলাদাভাবে সকলের নজর কেড়েছেন সুহানা খান। খুব সাধারণ ড্রেসআপেই শাহরুখকন্যাকে দেখতে অসাধারণ লাগছিল।

এদিন সাদা রঙের একটি কুর্তিতে দেখা যায় সুহানাকে। মুক্তা ও ফুলের নকশার ডিজাইনে ঝলমলে আলো ছড়াচ্ছিল তারকাকন্যার পোশাক। স্লিভলেস কুর্তির সঙ্গে হালকা সাজ, কাধে দোপাট্টা ও একই রঙের সালোয়ারে মোহমীয় লাগছিল সুহানাকে।

অনুষ্ঠানে শাহরুখকন্যার থেকে নজর সরানোও যেন দায় ছিল সকলের। বলিউড বাদশাহর এই সাজ বেশ প্রশংসা কুড়িয়েছে ভক্ত-অনুরাগীদেরও।

এদিন শাহরুখ তার স্ত্রী গৌরী খান, সন্তান সুহানা-আব্রামকে নিয়ে পার্টিতে যোগ দিয়েছিলেন। তবে নতুন ওয়েব সিরিজের শুটিংয়ে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি আরিয়ান খান।

প্রসঙ্গত জোয়া আখতারের নতুন সিরিজ ‘দি আর্চিজ’-এর মাধ্যমেই খুব শিগগিরই অভিনেত্রী হিসেবে হাতেখড়ি হতে চলেছে সুহানা। এই সিরিজে লজের চরিত্রে দেখা যাবে শাহরুখকন্যাকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]