20115

05/02/2025 সালমানের টাইগার থ্রির টিজার নিয়ে যা বললেন শাহরুখ

সালমানের টাইগার থ্রির টিজার নিয়ে যা বললেন শাহরুখ

বিনোদন ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫২

‘টাইগার থ্রি’ সিনেমার প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই ‘জাওয়ান’ কানেকশন খুঁজে পেয়েছে নেটিজেনরা। এবার সালমান খানের হয়ে গলা ফাটালেন শাহরুখ খান। দুই খানের বন্ধুত্বের কথা বলিউড ইন্ডাস্ট্রি থেকে অনুরাগীমহলের সবারই জানা। এবার টাইগার থ্রির হয়ে গলা ফাটালেন বলিউড কিং শাহরুখ।

আরও পড়ুন : যে দৃশ্যে অভিনয় করে সমালোচনায় জয়া

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শুটের অবসরে এক্স হ্যান্ডেলে প্রশ্নত্তোর পর্ব করেন শাহরুখ। সেখানেই ভক্তরা টাইগার থ্রির প্রথম ঝলক টিজার নিয়ে কিং খানের প্রতিক্রিয়া জানতে চান। নজর এড়ায়নি তার। জওয়ান-এর হাজার কোটির ক্লাবে প্রবেশের উদযাপনের মাঝেই সালমানের আগামী সিনেমার প্রচার করলেন শাহরুখ।

টাইগার থ্রির টিজারের ব্যাপারে তিনি বলেন, এটা তো টিজার শুধুমাত্র। টাইগার… পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত… এটা দুর্ধর্ষ সিনেমা হতে চলেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]