24895

05/03/2025 তৃনিয়া হাসানের ‘ধূপছায়া’

তৃনিয়া হাসানের ‘ধূপছায়া’

বিনোদন ডেস্ক

১১ মে ২০২৪ ১২:৩৪

নতুন একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করলেন কণ্ঠশিল্পী তৃনিয়া হাসান। গানটির শিরোনাম ‘ধূপছায়া’। কে. জিয়ার কথা ও সুরে এটির সংগীত পরিচালনা ও ভিডিও নির্মাণ করেছেন শান সায়েক। এতে মডেল হয়েছেন আলিফ চৌধুরী ও জেরিন রহমান।

মিউজিক ভিডিওটি শিল্পী তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন। এরই মধ্যে অনেকে গানটির জন্য বেশ প্রশংসা করেছেন বলেও জানান তিনি।

তৃনিয়া হাসান বলেন, সময়ের স্রাতে সস্তা কথার গানে নিজেকে না ভাসিয়ে সুন্দর একটি গান করার চেষ্টা করেছি। যারা এটি শুনেছেন ও দেখেছেন তাদের অনেকেই পজেটিভ মন্তব্য করেছেন। এতেই নিজের পরিশ্রম সার্থক মনে করি। আমি আশা করি, অন্যদেরও গানটি ভালো লাগবে।

আসছে ঈদের জন্যও তৃনিয়া গান তৈরি করছেন। নিয়মিত নিজের ইউটিউব চ্যানেলে শ্রোতাদের নতুন নতুন গান দেবেন বলে জানান তিনি। গান তৈরির বাইরে এ সুকণ্ঠী স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]