30605

04/30/2025 পান্তকে ‘বেশি দামে’ কিনে ফেলেছে লখনৌ, যা বলছে ফ্র্যাঞ্চাইজিটি

পান্তকে ‘বেশি দামে’ কিনে ফেলেছে লখনৌ, যা বলছে ফ্র্যাঞ্চাইজিটি

ক্রীড়া ডেস্ক

২৫ নভেম্বর ২০২৪ ১১:৫৭

আইপিএলের মেগা নিলামের আগে গত আসরের তিন ফ্র্যাঞ্চাইজি তাদের অধিনায়কদের ছেড়ে দিয়েছিল। ফলে নিলামের শুরুতেই যে যে শূন্যস্থান পূরণের চেষ্টা চলবে অনুমিত ছিল সেটাই। ঋষভ পান্ত, শ্রেয়াশ আইয়ার ও লোকেশ রাহুলরা ছিলেন মার্কি ক্রিকেটারের তালিকায়। যাদেরকে দিয়ে নিলাম শুরু হয়, এরপর ব্যাপক কাড়াকাড়ি শেষে পান্তকে ইতিহাসের সর্বোচ্চ ২৭ কোটি রুপিতে দলে ভেড়ায় লখনৌ সুপার জায়ান্টস।

তবে ফ্র্যাঞ্চাইজিটি নাকি তার জন্য এত বরাদ্দ রাখেনি। পান্তকে দলে পাওয়ার পূর্ব-পরিকল্পনা থাকলেও, বাজেট ছিল আরও কম। তবে সবমিলিয়ে তারা এই ভারতীয় উইকেটরক্ষক ব্যাটারকে পেয়ে সন্তুষ্ট। এর আগের আসরে নেতৃত্ব দেওয়া রাহুলকে আগেই ছেড়ে দেয় লখনৌ। এবার ডানহাতি এই ব্যাটারকে ১৪ কোটি রুপিতে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

মার্কি ক্রিকেটারদের তালিকা থেকে প্রথমে পাঞ্জাব কিংস ২৬.৭৫ কোটিতে কিনে নেয় শ্রেয়াশ আইয়ারকে। যা আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দাম। এর আগে ২০২২ সালে কলকাতা নাইট রাইডার্স তাকে ১২.২৫ কোটিতে কিনেছিল। অর্থাৎ, আগের চেয়ে দ্বিগুণেরও বেশি মূল্য বেড়েছে শ্রেয়াসের। অন্যদিকে, খানিক বাদেই তাকে পেছনে ফেলে ইতিহাস গড়েন পান্ত। দিল্লিতে ১৬ কোটি রুপিতে খেলা এই বাঁ-হাতির দাম এবার ২৭ কোটি রুপি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]