3125

08/04/2025 প্রিয়াংকার ১৯ বছর বয়সের যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

প্রিয়াংকার ১৯ বছর বয়সের যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

বিনোদন ডেস্ক

২৭ মার্চ ২০২১ ১৮:০৯

সামাজিক যোগাযোগমাধ্যমে ১৯ বছর বয়সের একটি ছবি শেয়ার করেছেন বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া।

বৃহস্পতিবার(২৫ মার্চ) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিটি পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে যায়।

ছবিতে তরুণী প্রিয়াংকাকে সাদা বিকিনি ও ট্রাউজার পরে থাকতে দেখা যাচ্ছে। সঙ্গে কপালে আবার টিপও পরেছেন। যাকে বলে কিনা ইন্দো-ওয়েস্টার্ন লুক।

গত জানুয়ারিতে ১৭ বছর বয়সের সময়ের একটি ছবি পোস্ট করেছিলেন প্রিয়াংকা চোপড়া। সেখানে তাকে বেলবটম জিন্স ও ডেনিম জ্যাকেট পরে থাকতে দেখা গেছে।

প্রসঙ্গত ১৯৮২ সালের ১৮ জুলাই বিহারের জামসেদপুরে জন্মগ্রহণ করেন চোপড়া। বাবা অশোক চোপড়া ও মা মধু চোপড়া দুজনেই ভারতীয় সেনবাহিনীর চিকিৎসক ছিলেন।

২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের পর বলিউডে পা রাখেন প্রিয়াংকা। এরপর হলিউডের একাধিক ছবিতেও কাজ করেছেন তিনি। বর্তমানে সঙ্গীত শিল্পী নিক জোনাসকে বিয়ে করে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]