32355

04/29/2025 হোটেল-রেস্তোরাঁয় ভ্যাট কমানোর সিদ্ধান্ত

হোটেল-রেস্তোরাঁয় ভ্যাট কমানোর সিদ্ধান্ত

অর্থনৈতিক প্রতিবেদক

১৬ জানুয়ারী ২০২৫ ১২:১০

হোটেল-রেস্তোরাঁ খাতে ভ্যাট আগের অবস্থায় অর্থাৎ ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এনবিআর সদস্য (মূসক নীতি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। আজ এ বিষয়ে আদেশ জারি হবে বলেও জানা গেছে।

এর আগে বুধবার (১৫ জানুয়ারি) রেস্তোরাঁর ভ্যাট পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিষ্ঠানটির দেওয়া এক চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির পাঠানো পত্র জাতীয় রাজস্ব বোর্ড গুরুত্ব সহকারে পর্যালোচনা করে রেস্তোরাঁ খাতে ভ্যাট হার পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায়, ভ্যাটের আওতাসহ রাজস্ব বৃদ্ধি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সমিতির বিশেষ সহযোগিতা কামনা করেছে এনবিআর।

গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় বিভিন্ন হারে নতুন ভ্যাট আরোপ করা হয়। সে সময় রেস্তোরাঁর ভ্যাট ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]