34065

04/29/2025 গ্রহণযোগ্য নির্বাচনের ঘাটতি থাকলে জাতি ভয়ংকর বিপদে পড়বে : দুদু

গ্রহণযোগ্য নির্বাচনের ঘাটতি থাকলে জাতি ভয়ংকর বিপদে পড়বে : দুদু

নিজস্ব প্রতিবেদক

৩ মার্চ ২০২৫ ১৫:০০

স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনের যদি ঘাটতি থাকে তাহলে এই জাতি আবার একটি ভয়ংকর বিপদের মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, ৯০ এর গণঅভ্যুত্থানের পর তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু এখন কোথায় যেন বারবার আটকে যাচ্ছে। বুঝতে পারছি সংকট বাড়ছে, এভাবে চলতে পারে না, যত সময় অতিবাহিত হবে তত ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে।

সোমবার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ছায়া আবৃত্তি প্রকাশনীর উদ্যোগে জামাল উদ্দিন জামালের লেখা সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহবুবুর রহমানের বর্ণাঢ্য জীবন গ্রন্থের প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, একটি জাতীয় নির্বাচন দরকার। কারণ এদেশের মানুষ গত তিন টার্ম ভোট দিতে পারে নাই। আমরা এখনো দেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারি নাই। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারেনি। শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। তারপরে দেশের জনগণের ন্যূনতম যে ভোটের অধিকার সেটা যদি ফিরিয়ে দিতে পারি তাহলে সংকট কিছুটা হলেও কাটতো।

তিনি বলেন, সরকার বলেছে এই বছরের মধ্যেই যাতে জাতীয় সংসদ নির্বাচন হয় সরকার সেই উদ্যোগ গ্রহণ করবে। এটা যদি কথার কথা না হয়। তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর যদি অন্য সময়ের মতো কথা দিয়ে কথা না রাখা হয় যেমন ৭২ থেকে ৭৫ সালের আগে গণতন্ত্র ও স্বাধীনতার কথা বলেছিল, কিন্তু ক্ষমতায় এসে সেগুলো রাখেনি। গত ১৫/১৬ বছর শেখ হাসিনা আমল দেখেছি। এরকম যদি হয়। স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনের যদি ঘাটতি থাকে, তাহলে এই জাতি আবার একটি ভয়ংকর বিপদের মধ্যে পড়ে যাবে।

সরকারকে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, দেশে অনেক রাজনৈতিক দল আছে। সবার সঙ্গে আলোচনা করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াই ভালো হবে।

তিনি বলেন, ছাত্ররা যদি বই হাতে না নেয়। শুধু পাঠ্যবই না। অন্যান্য বইও ছাত্রদের পড়তে হবে তাহলে একটি জাতি উন্নত শিখরে পৌঁছাবে।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দুদু বলেন, সংকট এখনো কাটেনি। সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের শত্রু আছে। পার্শ্ববর্তী দেশও আর অন্য কেউ হোক। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি। তাহলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না।

প্রকাশনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাংবাদিক ও লেখক জামাল উদ্দিন প্রমুখ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]