35720

04/29/2025 যে কাজ করলে হারাতে পারেন ফেসবুক মনিটাইজেশন

যে কাজ করলে হারাতে পারেন ফেসবুক মনিটাইজেশন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৭ এপ্রিল ২০২৫ ১২:০৭

ফেসবুকে স্প্যাম ছড়ানো বন্ধে আরও কঠোর ব্যবস্থা নিচ্ছে মেটা। অতিরিক্ত হ্যাশট্যাগ দিয়ে বা ছবির সঙ্গে সম্পর্কহীন দীর্ঘ ক্যাপশন লিখে অ্যালগরিদমকে বিভ্রান্ত করে আর আয় করা যাবে না। সম্প্রতি এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে মেটা।

মেটা জানিয়েছে, এ ধরনের অপ্রাসঙ্গিক পোস্টগুলোতে আর মনেটাইজেশন সুবিধা থাকবে না। এগুলো শুধুমাত্র ফলোয়ারদের টাইমলাইনে দেখানো হবে।

মেটা বলছে, স্প্যামি কনটেন্ট মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে, তাই এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরি।

যে ধরনের পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে-

১. অতিরিক্ত ও অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ যুক্ত পোস্ট।
২. ছবির সঙ্গে সম্পর্কহীন দীর্ঘ ক্যাপশন।
৩. একই পোস্ট শত শত ফেক অ্যাকাউন্টে শেয়ার করে ভাইরাল করার চেষ্টা।
৪. সাজানো বা মিথ্যা মন্তব্য

এসব কর্মকাণ্ডে জড়িত অ্যাকাউন্টগুলোর মনেটাইজেশন সুবিধা বন্ধ করে দেয়া হবে। গুরুতর ক্ষেত্রে পোস্ট ও অ্যাকাউন্ট মুছে ফেলা হতে পারে।

নতুন ফিচার ও মডারেশন টুল

মেটা পরীক্ষামূলকভাবে এমন একটি ফিচার চালু করেছে, যেখানে ব্যবহারকারীরা সরাসরি রিপোর্ট করতে পারবেন কোন মন্তব্য অপ্রয়োজনীয় বা স্প্যাম বলে মনে হয়েছে। পাশাপাশি পেইজ মালিকদের জন্য এসেছে নতুন মডারেশন টুল। যা ভুয়া অ্যাকাউন্ট বা অন্যের নাম ব্যবহার করে করা মন্তব্যগুলো স্বয়ংক্রিয়ভাবে লুকিয়ে ফেলবে।

মেটা জানিয়েছে, ভিউ ও আয়ের সংখ্যা কৃত্রিমভাবে বাড়াতে নেওয়া এই ধরনের অনৈতিক কৌশল রুখতেই তাদের এই নতুন পদক্ষেপ। তাদের আশা, এতে ফেসবুকে আসল ও মানসম্পন্ন কনটেন্ট আরো বেশি জায়গা পাবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]