36305

05/17/2025 গাজীপুরে কারখানার পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুরে কারখানার পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

জেলা সংবাদদাতা, গাজীপুর

১৭ মে ২০২৫ ১৪:৪৭

গাজীপুরের নাওজোড় এলাকায় ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড নামের একটি কারখানায় সরবরাহ করা পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার (১৭ মে) সকালে এ ঘটনা ঘটে বলে জানান গাজীপুর মেট্টোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান।

অসুস্থ হয়ে পড়া শ্রমিকদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ, সিরাজুল হক জেনারেল হাসপাতাল, নাওজোড়ের সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কারখানার শ্রমিকরা জানান, ৬তলা বিশিষ্ট কারখানায় অন্তত ৪ হাজার শ্রমিক কাজ করেন। শনিবার সকাল ৮টায় কারখানায় প্রবেশ করে অনেকেই সরবরাহ করা ট্যাপ থেকে পানি পান করেন। এর আধঘণ্টা পর একে একে শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে আসেন সহকর্মীরা।

অসুস্থ শ্রমিকরা বলছেন, পানি পান করায় তাদের বমিবমি ভাব, মাথাঘোরা ও পেটে ব্যথা অনুভব করেন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

এ ব্যাপারে সিরাজুল হক জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মোর্শেদ বলেন, অসুস্থ শ্রমিকদের মাথা ঘোরানো, বমিভাব, পেট ব্যাথার মতো লক্ষণ রয়েছে। তাদের বেশিরভাগই চিকিৎসা দেওয়ার পর অনেকটা সুস্থ হয়েছে। তবে আক্রান্ত রোগীরা এখন আশঙ্কামুক্ত রয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে নাওজোড়ের সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপক আব্দুল হামিদ বলেন, এখন পর্যন্ত ৬০-৭০ জনের মতো অসুস্থ রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছ। অসুস্থ হওয়াদের মধ্যে পেটের পীড়া, বমি বমি ভাব রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]