37401

08/08/2025 হাসপাতালের পথে খালেদা জিয়া

হাসপাতালের পথে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

১৮ জুন ২০২৫ ১৯:০৯

স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে তিনি হাসপাতালের উদ্দেশ্য রওনা করেন।

এর আগে, এদিন সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

এসময় মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হবে বলেও জানান তারা।

উল্লেখ্য, যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরার পর এটিই হবে খালেদা জিয়ার প্রথম হাসপাতালে যাওয়া। দীর্ঘদিন ধরে লিভার, কিডনি ও হৃৎপিণ্ডসহ নানা ধরনের জটিল রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]