37610

08/08/2025 ইরানে হামলার ‘তীব্র নিন্দা’ জানিয়েছে চীন

ইরানে হামলার ‘তীব্র নিন্দা’ জানিয়েছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

২২ জুন ২০২৫ ১৯:৪৬

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় ‘তীব্র নিন্দা’ জানিয়েছে চীন। পাশাপাশি সংঘাতের সব পক্ষ বিশেষ করে ইসরায়েলকে দ্রুত যুদ্ধবিরতিতে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।

রোববার (২২ জুন) এক বিবৃতিতে এসব কথা জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বেইজিং বলেছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াচ্ছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএনের একটি ফ্ল্যাশ মন্তব্যে মার্কিন পদক্ষেপকে ‘একটি বিপজ্জনক মোড়’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

২০০৩ সালের ইরাক যুদ্ধের কথা উল্লেখ করে ওই মন্তব্যে বলা হয়েছে, ‘ইতিহাস বারবার দেখিয়েছে যে মধ্যপ্রাচ্যে সামরিক হস্তক্ষেপ প্রায়শই অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনে, যার মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী সংঘাত এবং আঞ্চলিক অস্থিতিশীলতা।’

সামরিক সংঘর্ষের চেয়ে সংলাপকে অগ্রাধিকার দেওয়া একটি পরিমাপিত, কূটনৈতিক দৃষ্টিভঙ্গি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য ‘সর্বোত্তম আশা প্রদান করে’ বলেও মন্তব্য করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]