38131

08/07/2025 জুলাইয়ে ৬টি লঘুচাপ ও ৩টি নিম্নচাপ সৃষ্টির আভাস

জুলাইয়ে ৬টি লঘুচাপ ও ৩টি নিম্নচাপ সৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

২ জুলাই ২০২৫ ১৮:৪৮

চলতি জুলাই মাসে সাগরে ছয়টি লঘুচাপসহ তিনটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া দিন ও রাতের তাপমাত্রাও স্বাভাবিকের অপেক্ষা বেশি থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২ জুলাই) এক বার্তায় আবহাওয়া অফিস এই তথ্য জানায়।

আবহাওয়া অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, জুলাই মাসে বঙ্গোপসাগরে ৪ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে তিনটি নিম্নচাপে পরিণত হতে পারে। দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন তিনি।

আবহাওয়াবিদ জানান, এই মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। ১০ থেকে ১২ দিন বিজলিসহ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া বিচ্ছিন্নভাবে তিন থেকে পাঁচটি মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]