39693

08/03/2025 এনসিপির সমাবেশ : শহীদ মিনারে দেখানো হচ্ছে জুলাই আন্দোলনের ভিডিও

এনসিপির সমাবেশ : শহীদ মিনারে দেখানো হচ্ছে জুলাই আন্দোলনের ভিডিও

নিজস্ব প্রতিবেদক

৩ আগস্ট ২০২৫ ১৫:৪৭

নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন সমাবেশস্থলে।

রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু হবে।

সমাবেশস্থল ঘুরে দেখা গেছে, দলটির নেতাকর্মীরা বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন। তবে বিকেল ৪টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এখনও নেতাকর্মীদের তেমন ভিড় দেখা যায়নি। উপস্থিত আছেন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

সমাবেশস্থলে শহীদ মিনারের বেদীর দুই পাশে বড় দুটি প্রজেক্টর লাগানো হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকটি মনিটর লাগানো হয়েছে। এসব মনিটরে জুলাই আন্দোলনের বিভিন্ন ভিডিও দেখানো হচ্ছে।

জয়পুরহাট থেকে আসা এনসিপিকর্মী হাসান বলেন, আজকে ঐতিহাসিক ইশতেহার দেবে এনসিপি। এই ইশতেহার নতুন বাংলাদেশের সূচনা করবে। আমাদের ইশতেহারে বাংলাদেশের সার্বভৌমত্ব ও দেশের জনগণের কল্যাণ নিহিত থাকবে।

দলটির একটি সূত্র জানিয়েছে, শহীদ মিনারের এই সমাবেশে নতুন বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা তুলে ধরে ২৪টি পয়েন্ট বা ইশতেহার ঘোষণা করা হবে। যেখানে, পররাষ্ট্রনীতি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতির পলিসি, কীভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে, প্রবাসীদের নিয়ে দলটির পরিকল্পনা, নগরায়ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সবকিছু নিয়ে দলটির পরিকল্পনা ইশতেহারে তুলে ধরা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]