39813

08/05/2025 কেউ আসুক না আসুক বিচার আটকে থাকবে না : পররাষ্ট্র উপদেষ্টা

কেউ আসুক না আসুক বিচার আটকে থাকবে না : পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

৪ আগস্ট ২০২৫ ১৮:৪৮

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখনো ফেরানো না গেলেও তার বিচার প্রক্রিয়া আটকে থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ শীর্ষক অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তৌহিদ হোসেন বলেন, আমরা চেয়েছি তাকে (শেখ হাসিনাকে) ফেরত দেওয়া হোক, যাতে বিচারের সম্মুখীন করা যায়। ভারত থেকে আমাদের কাছে কোনো সাড়া আসেনি। আমরা অপেক্ষা করছি। ইতোমধ্যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। কেউ আসুক বা না আসুক বিচার আটকে থাকবে না।

শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে উপদেষ্টা বলেন, যদি সরকার কখনো প্রয়োজন মনে করে তখন দেখা যাবে। তবে এই মুহূর্তে সরকার সেরকম কোনো প্রয়োজন দেখছে না।

ভারত থেকে পুশইন অব্যাহত আছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ভারতে অবৈধ কোনো বাংলাদেশি নাগরিক থাকলে তাকে হেফাজতে নিতে পারে, আর সেটা আমাদের জানাবে। আমরা নিশ্চিত করব সে আমাদের নাগরিক কিন্তু পুশ-ইন হচ্ছে এটার একটা ব্যত্যয়। আমরা এটা নিয়ে আপত্তি জানিয়েছি। আমরা তাদের বলেছি, আমাদের যে তালিকা দেওয়া হয়েছে সেটা যাচাই করে আমাদের নাগরিক হলে ফেরত আনব। আর এটা এ পদ্ধতিতে করা উচিত।

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং নিরাপত্তার কাছে মার্কিন প্রতিনিধিরা বাংলাদেশে সন্ত্রাসবাদ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানিয়েছে। এ বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, প্রায় এক বছর শেষ হয়ে গেল। তারপর তারা উদ্বেগ জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রধান উদ্বেগের জায়গা এটা। সংশ্লিষ্ট যেসব বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে তারা বলতে পারবেন।

‘আমি এ মুহূর্তে এটা নিয়ে কিছু বলতে পারব না। তবে আমাদের অবস্থান স্পষ্ট, আমরা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেই না এবং সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ থাকে সেটা আমরা দেখব, সহযোগিতা করব’ যোগ করে তৌহিদ হোসেন।

কোনো হুমকি আছে কিনা-জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটাতো আমি বলতে পারব না।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]