40124

08/09/2025 কেনিয়ায় বাস উলটে নিহত ২৫

কেনিয়ায় বাস উলটে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক

৯ আগস্ট ২০২৫ ১২:৩৬

কেনিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অন্ত্যেষ্টিক্রিয়া শেষে ফেরার পথে বাস উলটে দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। বাসটি পশ্চিমাঞ্চলীয় কাকামেগা শহর থেকে কিসুমু শহরে যাচ্ছিল, তখনই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় কেনিয়ার কিসুমু শহরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। খবর আলজাজিরার।

কেনিয়ার ন্যাঞ্জা প্রদেশের আঞ্চলিক ট্রাফিক অফিসার পিটার মাইনা জানান, বাসটি কাকামেগা শহর থেকে কিসুমুর উদ্দেশ্যে যাত্রা করেছিল। যাত্রীরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি অন্ত্যেষ্টিক্রিয়া শেষে বাড়ি ফিরছিলেন। পথে একটি মোড়ে দ্রুতগতিতে ঘুরানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

তিনি বলেন, বাসটি রাস্তা থেকে ছিটকে পাশের ড্রেনে পড়ে যায়।

নিহতদের মধ্যে রয়েছেন— ১০ নারী, ১ শিশু ও ১০ জন পুরুষ।

এছাড়া প্রাথমিকভাবে ২৯ জন আহত হওয়ার খবর জানানো হয়েছিল, যাদের মধ্যে চারজন হাসপাতালে মারা যান, বলে নিশ্চিত করেছেন কেনিয়ার চিকিৎসা সেবাবিষয়ক সচিব ফ্রেডরিক উমা ওলুগা।

বাস দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয় পুলিশ। তারা জানিয়েছে, তদন্ত চলছে। তবে কেনিয়ায় সড়ক দুর্ঘটনার জন্য সাধারণত উচ্চ গতি ও বেপরোয়া চালনাকেই দায়ী করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]