40212

08/10/2025 মেসিকে নিয়ে নতুন সংবাদ দিলেন মাসচেরানো

মেসিকে নিয়ে নতুন সংবাদ দিলেন মাসচেরানো

স্পোর্টস ডেস্ক

১০ আগস্ট ২০২৫ ১৩:০৩

ডান পায়ের পেশিতে হালকা চোট পেয়েছেন লিওনেল মেসি। যে কারণে সোমবার ভোরে অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচে খেলবেন না ইন্টার মায়ামির মহাতারকা। মেসির না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন দলের কোচ হ্যাভিয়ের মাসচেরানো।

গত সপ্তাহে লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচে এই চোট পান মেসি। যদিও ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকার চোট গুরুতর নয়, তবুও ঝুঁকি এড়াতে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাসচেরানো বলেন, ‘লিও ঠিক আছে, কিন্তু সামনে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো থাকায় ঝুঁকি নেওয়া বোকামি হবে। আমরা আশাবাদী, সে দ্রুত ফিরবে।’

এই মৌসুমে এমএলএসে এখন পর্যন্ত ১৮ গোল করেছেন মেসি। যা ন্যাশভিল এসসির স্যাম সুররিজের সঙ্গে যৌথভাবে শীর্ষে। এ ছাড়া তার ঝুলিতে রয়েছে ৯টি অ্যাসিস্ট। অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচের পর আগামী শনিবার লস অ্যাঞ্জেলস এফসিকে আতিথ্য দেবে ইন্টার মায়ামি। এরপর ২০ আগস্ট ফোর্ট লডারডেলে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে টাইগ্রেস ইউএএনএল।

আমেরিকার মেজর লিগ সকারে (এমএলএস) টানা তৃতীয় বছর সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলার হিসেবে খেলছেন লিওনেল মেসি। এমনকি তার বেতন ২১টি দলে থাকা খেলোয়াড়দের মোট বেতনের চেয়েও বেশি। মায়ামিতে মেসির বার্ষিক আয় ২ কোটি ৪ লাখ ৪৬ হাজার ৫৫৭ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৪৮ কোটি ৪০ লাখ টাকা।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এপি। বছরে মেসির মূল বেতন ১২ মিলিয়ন ডলার, এর সঙ্গে বিভিন্ন মার্কেটিং ও এজেন্ট ফি, চুক্তিতে থাকা অন্যান্য হিসাব ও পারফরম্যান্স বোনাসও যুক্ত হয়ে আর বিশাল অঙ্ক দাঁড়ায়। যা আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়কের এমএলএস চুক্তিতেই উল্লেখ ছিল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]