40291

08/12/2025 জবিতে র‌্যাগিংয়ের জন্য ৩ শিক্ষার্থীকে বহিষ্কার, ৪ জনকে ক্লাস থেকে বিরত থাকার নির্দেশ

জবিতে র‌্যাগিংয়ের জন্য ৩ শিক্ষার্থীকে বহিষ্কার, ৪ জনকে ক্লাস থেকে বিরত থাকার নির্দেশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি

১১ আগস্ট ২০২৫ ১১:৫৩

র‌্যাগিংয়ের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও চারজনকে ক্লাস কার্যক্রম থেকে বিরত রাখা ও সতর্ক করা হয়েছে।

রবিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের (২০২৪-২৫) শিক্ষার্থীদের নিকট থেকে পাওয়া র‍্যাগিংয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগে জরুরি একাডেমিক সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের- যুবরাজ হাসান, মোছা. রাজিয়াতুন নাহার নিশু ও রহমাতুল্লাহ মাজীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিকট থেকে পাওয়া র‍্যাগিংয়ের অভিযোগের ভিত্তিতে বিভাগের জরুরি একাডেমিক কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৯তম ব্যাচের (২০২৩-২৪)- সামিয়া আঁখি, মো. মুইনন্দীন, মো. মাজহারুল ইসলাম ও মো. রাকিব হোসেনকে ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো. রইছ উদ্‌দীন বলেন, ‘‘নবীন শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বিকেলে বিভাগের জরুরি একাডেমিক সভা আয়োজনের নির্দেশ দিই। একাডেমিক সভায় শিক্ষার্থীদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আমরা বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করি। আমাদের বিশ্ববিদ্যালয় র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। অভিযুক্ত শিক্ষার্থীরা র‍্যাগিংয়ে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।’’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং করার অভিযোগ উঠলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে একাধিক বিজ্ঞপ্তিতে জানানো হয়। একইসঙ্গে প্রতিটি বিভাগে বিশেষ কমিটি গঠন করার নির্দেশনাও দেওয়া হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]