40480

08/13/2025 গ্যাসের সরবরাহ বাড়াতে কূপ মুখে কম্প্রেসার স্থাপন

গ্যাসের সরবরাহ বাড়াতে কূপ মুখে কম্প্রেসার স্থাপন

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট ২০২৫ ১৫:৫২

দেশীয় বিভিন্ন প্রাকৃতিক গ্যাসকূপের উৎপাদন কমে যাওয়ায় কূপের মুখে কম্প্রেসার স্থাপন করে গ্যাস সরবরাহ বৃদ্ধি করা হচ্ছে।

বুধবার (১৩ আগস্ট) এক বার্তায় পেট্রোবাংলা জানায়, দীর্ঘদিন ধরে গ্যাস উৎপাদনে থাকা কিছু কিছু গ্যাস কূপে উৎপাদন কমে যাওয়ার কারণে কূপ-মুখে গ্যাস প্রেসারও কমে যাচ্ছে। ফলে প্রসেসড গ্যাসের প্রেসার সঞ্চালন লাইনের প্রেসারের সঙ্গে মাঝে মধ্যে সামঞ্জস্যপূর্ণ হয় না। গ্যাস প্রেসার ম্যাচ করানোর জন্য কিছু গ্যাস ব্লো-ডাউন করতে হয় এবং এর ফলে গ্যাসের সরবরাহও কমে যায়।

এতে আরও বলা হয়, এই সমস্যা থেকে উত্তরণের জন্য কূপ-মুখে কম্প্রেসার বসানো হচ্ছে। এর মাধ্যমে কূপগুলোর গ্যাস উৎপাদনের পরই কম্প্রেসারের মাধ্যমে প্রেসার বৃদ্ধি করে প্রসেস সম্পন্ন শেষে গ্যাস সঞ্চালন লাইনে সরবরাহ দেওয়া যাবে। বর্তমানে তিতাস গ্যাস ফিল্ডের দুটি লোকেশনে ৬০০ কোটি টাকার বেশি ব্যয়ে কম্প্রেসার স্থাপন করা হচ্ছে। কম্প্রেসার চালু হলে কূপগুলো হতে সর্বোচ্চ পরিমাণে গ্যাস উৎপাদন সম্ভব হবে এবং গ্যাস নেটওয়ার্কে গ্যাসের সরবরাহও বৃদ্ধি পাবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]