40728

08/17/2025 ইজতেমা মাঠে আলেমদের দুই দিনের বিশেষ জোড়

ইজতেমা মাঠে আলেমদের দুই দিনের বিশেষ জোড়

ধর্ম ডেস্ক

১৬ আগস্ট ২০২৫ ১৮:০০

আগামী বছরের জানুয়ারিতে বিশ্ব ইজতেমা হওয়ার কথা রয়েছে। সেই ইজতেমাকে সফলভাবে আয়োজনের লক্ষ্যে তাবলিগ জামাতের সঙ্গে জড়িত আলেমদের নিয়ে বিশেষ জোড়ের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে এই জোড় শুরু হয়েছে। চলবে আগামীকাল রোববার (১৭ আগস্ট) পর্যন্ত।

তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা শাহরিয়ার মাহমুদ গণমাধ্যমকে জানান, এই জোড়ে শুধু সেই আলেমরাই অংশগ্রহণ করেছেন, যারা তিন চিল্লা ও সাল লাগিয়েছেন।

তাবলিগের এই মুরব্বি বলেন, এটি মূলত আলেমদের জন্য বিশেষ প্রস্তুতিমূলক পরামর্শ সভা, যার মাধ্যমে দীনের মেহনতকে আরও সুসংগঠিত ও বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হবে।

মাওলানা শাহরিয়ার মাহমুদ জানান, দুই দিনব্যাপী এ খাস জোড়ে দেশের পাশাপাশি বিদেশ থেকেও শীর্ষ মুরব্বিরা অংশ নিয়েছেন।

জানা গেছে, ভারতের খ্যাতনামা তাবলিগি মুরব্বি মাওলানা ইবরাহীম দেউলা এবং অন্যান্য আন্তর্জাতিক দাওয়াতি ব্যক্তিত্বরা এই জোড়ে অংশ নিয়েছেন।

খাস এই জোড় শেষে মুরব্বিরা বিশ্ব ইজতেমাকে সামনে রেখে দাওয়াত ও তাবলিগের কাজকে আরও জোরদারের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]