40829

08/17/2025 রোগী দেখতে যাওয়ার পথে ট্রাক্টরচাপায় দাদি-নাতনি নিহত

রোগী দেখতে যাওয়ার পথে ট্রাক্টরচাপায় দাদি-নাতনি নিহত

জেলা সংবাদদাতা, কিশোরগঞ্জ

১৭ আগস্ট ২০২৫ ১৭:৫৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে রোগী দেখতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। উপজেলার স্বনির্ভর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার (১৬ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- উপজেলার আচমিতা ইউনিয়নের পূর্ব চারিপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের স্ত্রী ফরিদা আক্তার (৬৫) ও তার ৮ মাস বয়সী নাতনি মারিয়া আক্তার। শিশু মারিয়া প্রবাসী মনির হোসেনের একমাত্র মেয়ে।

আহতরা হলেন- মারিয়ার মা হাফসা আক্তার (২৬), রেনুয়ারা খাতুন (৪৫), বাবু মিয়া (৫৫), রিমা আক্তার (২৭) ও রুবেল মিয়া (২২)।

দুর্ঘটনায় আহত রুবেল মিয়া জানান, নিহত দাদি ও নাতনিসহ পরিবারের লোকজন কুলিয়ারচর উপজেলার ডুমড়াকান্দা গ্রামে রোগী দেখতে যাচ্ছিলেন। পথে স্বনির্ভর বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। ফরিদা আক্তার ও মারিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।

কটিয়াদী হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ট্রাক্টরচালক পালিয়ে গেছেন। তবে ট্রাক্টরটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]