রোয়ান সেবাস্তিয়ান অ্যাটকিনসন সবার কাছে পরিচিত মিস্টার বিন নামে। হাসিয়ে পেটে খিল লাগিয়ে দেওয়াই তার কাজ। তবে হাসির যোগানদাতা এই মানুষটিই বাস্তব জীবনে রেখেছিলেন নায়কের ভূমিকা। পরিবারকে বাঁচিয়েছিলেন বিমান দুর্ঘটনার হাত থেকে।
একবার প্রাইভেট বিমানে করে পারিবারিক ভ্রমণে যাচ্ছিলেন রোয়ান অ্যাটকিনসন। বিমান যখন কেনিয়ার আকাশে তখন হঠাৎ চেতনা হারান পাইলট। মুহূর্তেই আতঙ্ক নেমে আসে বিন পরিবারের মাঝে।
কিন্তু ঘাবড়ে যাননি অভিনেতা। কোনোদিন বিমান চালানোর অভিজ্ঞতা না থাকলেও মনে সাহস নিয়ে বসে যান ককপিটে। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই তিনি আকাশে ভাসিয়ে রাখেন বিমান।
অন্যদিকে তার স্ত্রী চেষ্টা চালান বৈমানিককে জাগিয়ে তুলতে। একসময় সফলও হন। চেতনা ফিরে পেতেই ককপিট নিয়ন্ত্রণে নেন পাইলট। অন্যদিকে বিন পরিবার বেঁচে যায় নিশ্চিত মৃত্যু থেকে।
মিস্টার বিনকে সবশেষ দেখা গেছে নেটফ্লিক্স সিরিজ ম্যান ভার্সেস বি’তে। এটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। এবার তিনি আনছেন মিস্টার বিনের অ্যানিমেটেড মুভি। যার জন্য মুখিয়ে আছেন অনুরাগীরা।