চাঁপাইনবাবগঞ্জে কালাম আলী কালু নামে এক কৃষক হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মির্জাপুর-কালিতলা গ্রামের আজাহার আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের সরকারি কৌঁসুলি আব্দুল ওয়াদুদ মামলার এজাহারের বরাত দিয়ে জানান, ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি সকালে শিবগঞ্জ উপজেলার মির্জাপুর-মোন্নাপাড়ায় আড়িবিল থেকে কালাম আলী কালুর মরদেহ উদ্ধার করে পুলিশ। তার নাক-মুখ রক্তাক্ত অবস্থায় ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার বাবা মির্জাপুরের এরশাদ আলী ওইদিনই শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেকসহ চারজনকে আসামি করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক আব্দুল মালেক ২০২২ সালের ২৯ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মামলায় ৪ আসামির মধ্যে আব্দুল খালেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বাকি তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
এসএন/রুপা