41199

08/21/2025 তারকাদের টাইম লাইন জুড়ে নায়করাজ রাজ্জাক

তারকাদের টাইম লাইন জুড়ে নায়করাজ রাজ্জাক

বিনোদন ডেস্ক

২১ আগস্ট ২০২৫ ১৮:১৬

বিনোদন অঙ্গনের যে কয়জন অভিনয়শিল্পী মানুষের হৃদয় ছুঁয়েছেন তাঁদের মধ্য অন্যতম ঢালিউডের কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ রাজ্জাক। তাঁর পুরো নাম আব্দুর রাজ্জাক। তবে সিনেমার দর্শকদের কাছে জীবদ্দশায় তিনি ‘নায়করাজ’ উপাধি পেয়েছিলেন।

আজ ২১ আগস্ট অভিনেতার অষ্টম মৃত্যুবার্ষিকী। এদিনে ভক্ত-অনুরাগীসহ ঢালিউডের অনেক তারকাই তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছেন। সামাজিকমাধ্যমেও শোকগাঁথা লিখে স্মরণ করছেন।

অভিনেতা ওমর সানি এক পোস্টে লিখেছেন, ‘শ্রদ্ধা আঙ্কেল। আল্লাহ আপনাকে ভালো রাখবে।’ ছোটপর্দা ও সিনেমার অভিনেতা রওনক হাসান লিখেছেন, ‘নায়ক রাজ রাজ্জাক! প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা।’

সোশ্যাল মিডিয়ায় মেগাস্টার শাকিব খান রাজ্জাকের মৃত্যুবার্ষিকীতে লিখেছেন, ‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে। শুধুই একজন অভিনেতা নন, আপনি সুন্দর স্বপ্নের প্রতিচ্ছবি। আপনার অভিনয়, হাসি চিরকাল বেঁচে থাকবে আমাদের স্মৃতিতে, ভালোবাসায়। আপনার প্রতি রইলো গভীর শ্রদ্ধা, চিরশান্তিতে থাকুন।’

নির্মাতা চয়নিকা চৌধুরী এক লম্বা পোস্টে লেখেন, ‘‘আজ তাঁর (নায়ক রাজ রাজ্জাক) প্রয়াণ দিবস। সেদিনের মতো যদি খালিদ হোসেন সম্রাট আমার ফোনটা ধরে বলত, ‘দিদি,ভুল শুনেছেন আব্বাকে এসে দেখে যান! আব্বা ভালো আছে।’ ছুটে গিয়েছিলাম কিন্ত কয়দিন সত্যি সত্যিই আজকের তারিখে সেইদিন সম্রাট ফোন ধরে বললো, ‘দিদি, আর পারলাম না! পারলাম না আব্বাকে ধরে রাখতে।”

তিনি যোগ করেন, ‘আর কী বলবো? আংকেল আপনাকে দেখে বেড়ে উঠেছি। ক্লাস ফাইভ থেকে আপনার স্নেহ-ভালোবাসা পেয়েছি। আপনি ছাড়া এই মিডিয়া শূন্য। যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন। অনেক শ্রদ্ধা আর ভালোবাসা। না ফেরার দেশ কেমন জানিনা! কিন্তু, আপনি আছেন আমাদের সবার অন্তরে। চিরদিন অমলিন থাকবেন। আপনি তো নায়ক রাজ রাজ্জাক। আপনার তুলনা আপনি। কেউ নেই ধারে কাছে। অনেক দিয়েছেন এই ইন্ড্রাস্ট্রিকে। আমাদেরকে। আপনি আমাদের বটবৃক্ষ।’

সবশেষে চয়নিকা লিখেছেন, “ধ্রুবতারা’ নামের একটি টেলিফিল্মের তাঁর সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল। অনেক শিল্পী ছিল। যেখানেই থাকেন, ভালো থেকেন রাজ্জাক আংকেল। শ্রদ্ধা আর প্রণাম। আপনাকে মনে পড়ে আংকেল।”

ছোট পর্দার অভিনেত্রী রিমু রোজা খন্দকার লিখেছেন, আম্মু ও নায়ক রাজ রাজ্জাক আংকেল আল্লাহ আপনাদের ভালো রাখুন, আমিন। এরপর লেখেন, হ্যাশট্যাগ বাংলাদেশ সিনেমার লিজেন্ড।’

এসএন/রুপা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]