41340

08/25/2025 রাজশাহীতে লাইনচ্যুত বগি রেখেই ঈশ্বরদীতে গেল ট্রেন

রাজশাহীতে লাইনচ্যুত বগি রেখেই ঈশ্বরদীতে গেল ট্রেন

জেলা সংবাদদাতা, রাজশাহী

২৪ আগস্ট ২০২৫ ১৬:২১

রাজশাহীতে লাইনচ্যুত অবস্থায় একটি বগি রেখেই যাত্রা করেছে চাঁপাইনবাবগঞ্জ-ঈশ্বরদীর মধ্যে চলাচল করা সিক্স ডাউন (লোকল) ট্রেন। প্রায় চার ঘণ্টা পর দুপুর ২টার দিকে ট্রেনের বগিটি উদ্ধার করা হয়।

রোববার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এরপর একটি বগি রেখে বেলা ১১ টা ৪০ মিনিটে ট্রেনটি ঈশ্বরদীর উদ্দেশ্যে যাত্রা করে।

জানা গেছে, রাজশাহী রেলওয়ে স্টেশনের ৬ ও ৭ নাম্বার লাইনে চাঁপাইনবাবগঞ্জ রুটের ট্রেন চলাচল করে। এই লোকাল ট্রেনটির বগি লাইনচ্যুত হয় সাত নম্বর লাইনে। ট্রেনটি লাইনচ্যুতের ঘটনার রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন চলাচল বন্ধ না হলেও দীর্ঘ চার ঘণ্টা পড়ে ছিল বগিটি। দীর্ঘ চেষ্টায় রেলওয়ের কর্মীরা লাইনচ্যুত বগিটি উদ্ধারে সক্ষম হয়। এরপর পুরোদমে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী লোকাল সিক্স ডাউন ট্রেনের একটি বগি রাজশাহী স্টেশনে লাইনচ্যুত হয়। সকাল ১০টার দিকে বগি লাইনচ্যুত হলেও একটি বগি রেখে বেলা ১১টা ৪০ মিনিটে ট্রেনটি ঈশ্বরদীর উদ্দেশ্যে যাত্রা করে। এরপর দুপুর ১টা ৫০ মিনিটে বগিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এসএন/রুপা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]