41358

08/25/2025 রিলস ভিডিও ধারণের সময় পানির স্রোতে ভেসে গেলেন ইউটিউবার

রিলস ভিডিও ধারণের সময় পানির স্রোতে ভেসে গেলেন ইউটিউবার

আন্তর্জাতিক ডেস্ক

২৪ আগস্ট ২০২৫ ১৮:০৬

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার কোরাপুট জেলার দুদুমা জলপ্রপাতে রিল ভিডিও ধারণ করার সময় এক ইউটিউবার ভেসে গেছেন। পানির তীব্র স্রোতে ভেসে যাওয়া ওই ইউটিউবার নিখোঁজ রয়েছেন বলে রোববার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুদুমা জলপ্রপাতে পানির তীব্র স্রোতে ভেসে যাওয়া ওই ইউটিউবারের নাম সাগর টুডু (২২)। তিনি রাজ্যের গ্যাঞ্জাম জেলার বেরহামপুরের বাসিন্দা।

এতে বলা হয়েছে, রোববার দুপুরের দিকে জলপ্রপাতের সামনে পানির তীব্র স্রোতের মাঝে দাঁড়িয়ে ড্রোন ক্যামেরা ব্যবহার করে রিল ধারণ করছিলেন সাগর টুডু। ইউটিউব চ্যানেলের জন্য বিভিন্ন পর্যটনস্থলের ভিডিও ধারণ করতে বন্ধু অভিজিৎ বেহেরাকে সঙ্গে নিয়ে কোরাপুটে গিয়েছিলেন তিনি।

এ সময় জলপ্রপাতের সামনে একটি পাথরের ওপর দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন সাগর। এদিকে, একই দিনে কোরাপুটের লামতাপুট এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে মাচকুন্ড বাঁধ কর্তৃপক্ষ স্থানীয়দের সতর্ক করার পর বাঁধ থেকে পানি ছেড়ে দেয়।

হঠাৎ পানির প্রবল স্রোতে পাথরের ওপর আটকা পড়েন সাগর। কিছুক্ষণ পর তিনি ভারসাম্য হারিয়ে পানির স্রোতে ভেসে যান। পরে কয়েকজন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা ওই ইউটিউবারকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন।

খবর পেয়ে মাচকুন্ড থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে তাঁকে খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনার একটি একাধিক ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এসএন/রুপা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]