41560

08/27/2025 আড়াই বছর পর বেনাপোল দিয়ে ভারত থেকে এলো পেঁয়াজ, কমেছে দাম

আড়াই বছর পর বেনাপোল দিয়ে ভারত থেকে এলো পেঁয়াজ, কমেছে দাম

জেলা সংবাদদাতা, যশোর

২৬ আগস্ট ২০২৫ ১৮:৫৩

দীর্ঘ আড়াই বছর পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় প্রথম চালানে ভারতের একটি ট্রাকে করে ১৫ মেট্রিক টন পেঁয়াজ বেনাপোল বন্দরে প্রবেশ করে।

ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে স্থানীয় বাজারে তাৎক্ষণিকভাবে এর প্রভাব পড়েছে। প্রথম দিনেই বাজারে কেজি প্রতি পেঁয়াজের দাম ৫ থেকে ৭ টাকা পর্যন্ত কমেছে।

এই পেঁয়াজের আমদানিকারক প্রতিষ্ঠান হলো বাগেরহাটের এস এম ওয়েল ট্রেডার্স এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের ন্যাশনাল ট্রেডিং করপোরেশন। চালানটি ছাড় করাতে বন্দর কাস্টমসে কাগজপত্র দাখিল করেছে সিঅ্যান্ডএফ লিংক ট্রেড ইন্টারন্যাশনাল।

প্রতি মেট্রিক টনের আমদানি মূল্য ধরা হয়েছে ৩০৫ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭,৪২৯ টাকা। আমদানি করা পেঁয়াজ মানভেদে খুচরা বাজারে ৬০ টাকার মধ্যে বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, নানা প্রতিবন্ধকতার কারণে ২০২৩ সালের মার্চ মাস থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, এর আগে দেশে উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আমদানি বন্ধ করেছিল। এরপর ভারতও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে। বর্তমানে দেশে চাহিদার তুলনায় আমদানি ও মজুত পর্যাপ্ত থাকলেও কিছু অতিমুনাফালোভী ব্যবসায়ীর সিন্ডিকেট বাজারে অস্থিরতা তৈরি করছিল। এতে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছিল। পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে।

বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ বলেন, প্রথম চালানে এস এম ওয়েল ট্রেডার্স ১৫ টন পেঁয়াজ আমদানি করেছে। পরীক্ষায় পেঁয়াজের মান উপযুক্ত হওয়ায় পণ্য খালাসের অনুমতি দেওয়া হয়েছে।

একটি সূত্র জানায়, প্রতি বছর দেশে পেঁয়াজের চাহিদা প্রায় ২৭-২৮ লাখ মেট্রিক টন, যেখানে গত বছর উৎপাদন হয়েছে ৩২ লাখ মেট্রিক টনেরও বেশি। গত দুই বছরে দেশে পেঁয়াজ উৎপাদন বেড়েছে প্রায় ৮ লাখ মেট্রিক টন। চাহিদার তুলনায় উৎপাদন বেশি থাকলেও বাজারে সিন্ডিকেটের প্রভাবে দাম বেড়ে যাওয়ায় সরকারকে আমদানি করতে হয়েছে বাজার স্থিতিশীল রাখতে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]